
মোঃ জিয়ান, মোহনগঞ্জ, (নেত্রকোনা)নিজস্ব প্রতিনিধি
নেত্রকোনা মোহনগঞ্জ পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক মাসুমের বাস ভবনে ভাঙচুরের ঘটনার প্রায় ৬৫ দিন পর থানায় মামলা হয়ছে। সোমবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি লতিফুর রহমান রতন ও সাধারণ সম্পাদক মোঃ শহিদ ইকবাল সহ ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরো ২ শতাধিক নেতাকর্মীকে আসামি করে বিএনপির এই নেতা বাদী হয়ে মোহনগঞ্জ থানায় অভিযোগ দাখিল করে। এর আগে গত ১৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা চালায় অভিযুক্তরা। এরই এক পর্যায়ে তারা বিএনপি নেতা ফজলুল হক মাসুমের বাস ভবনে হামলা চালায়। হামলায় ব্যাপক ভাঙচুরে কয়েক লাখ টাকার ক্ষয় ক্ষতি হয় । থানায় অভিযোগ সুত্রে জানা গেছে, ১৮ জুলাই মোহনগঞ্জ রেল স্টেশন এলাকায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। ছাত্র জনতার এ আন্দোলনকে প্রতিহত করতে উপজেলার আওয়ামী লীগের সভাপতি লতিফুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ শহিদ ইকবালের নিদের্শে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন সহযোগী ও অংঙ্গসংগঠনের প্রায় ২ শতাধিক নেতা কর্মী আন্দোলনকারী ছাত্র জনতার উপর অতর্কিত হামলা চালায় ও ফজলুল হক মাসুমের টেংগা পাড়া এলাকায় বাস ভবনে হামলা চালায়। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ২৯ জনকে আসামি করে ও ২ শতাধিক নেতা কর্মীকে অজ্ঞাত নামা রেখে একটি অভিযোগ দায়ের করেছেন, পৌর বিএনপির আহবায়ক ফজলুর হক মাসুম। অভিযোগটি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইন গত ব্যবস্থা নেয়া হবে।