বাড়িময়মনসিংহ বিভাগনেত্রকোণা জেলামোহনগঞ্জে স্টেক হোল্ডার কর্মশালা

মোহনগঞ্জে স্টেক হোল্ডার কর্মশালা

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

টেকসই উন্নয়ন ও নারীর ক্ষমতায়নপর মাধ্যমে দারিদ্র দূরীকরণ এর লক্ষে, রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রনিওরশীপ আ্যান্ড লাইভলীহুড ইম্প্রোভমেন্ট( আরইওএল আই) প্রজেক্ট এর স্টেক হোল্ডার কর্মশালা  মোহনগঞ্জে অনুষ্টিত হয়েছে।

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ( এসডিএফ) এর অর্থায়নে মোহনগঞ্জ ৩ নং ও ৪ নং ক্লাস্টার এসডিএফ এর আয়োজনে এ কর্মশালা  অনুষ্ঠিত হয়। বুধবার মোহনগঞ্জ উপজেলা মাল্টিপারপাস হল রুমে  এসডিএফ ময়মনসিংহ আঞ্চলিক পরিচালক সৈয়দ মোসাদ্দেক হোসনের সভাপতিত্বে  প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেজুওয়ানা কবির। সন্ঞ্চালনা করেন সৈয়দ আল – মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএফ নেত্রকোনা   জেলা ব্যবস্থাপক মো : মোশারফ হোসেন, জেলা উপ – ব্যবস্তাপক মো : জাহাঙ্গীর আলম ওসি তদন্ত শফিকুজ্জামান, কৃষি কর্মকর্তা আব্দুশ শাকুর সাদী ও  বিভিন্ন গ্রামের  এসডিএফ এর (২০) জন মাঠ কর্মী প্রমুখ।

বক্তব্যে বক্তারা বলেন, দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারকে সহযোগিতা প্রদান এবং সুবিধাবন্ঞ্চিত দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবিকায়ন এবং জীবনমান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন ও টেকসই গ্রামীন প্রতিষ্ঠান তৈরির মাধ্যমে তাদের আর্থ- সামাজিক উন্নয়ন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments