
মোঃজিয়ান, মোহনগঞ্জ, মোহনগঞ্জ(নেত্রকোনা)নিজস্ব প্রতিনিধি
নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় ৩৪ মন্ডপে শারদীয় দূর্গা পূজা উদযাপন হতে যাচ্ছে। শারদীয় দূর্গা পূজা কে কেন্দ্র করে আলোকসজ্জায় আলোকিত হচ্ছে মোহনগঞ্জ পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়ন। চলছে প্রতিমা বানানোর কাজ। শারদীয় দূর্গা পূজা কে ঘিরে চলছে প্রতিযোগিতা, কে কার থেকে বেশি সুন্দর করতে পারে।
মোহনগেঞ্জর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কমিটির সভাপতি অমল সরকারের সাথে কথা বলে জানা যায় এইবারের দূর্গা পূজা সুন্দর ও শৃঙ্খলা মেনেই পূজা উদযাপিত হবে।
পূজা কমিটির সাথে কথা বলে জানা যায় আজান ও নামাজের সময় বাদ্যযন্ত্র বন্ধ থাকবে, সব গুলো মন্ডপে সি.সি টিভি থাকবে।পূজা মন্ডপে ডিউটিরত আনসার ও পুলিশদের খাবার ও থাকার ব্যাবস্থা থাকবে। এমন কি তারা জানিয়েছে সন্ধ্যা ৭ টার আগে সব সব প্রতিমা বিসর্জন দিতে হবে। এবং তারা বিদ্যুৎ ব্যাবস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনী ভালো রাখার আহ্বান জানিয়েছে।
বিভিন্ন মন্ডপের প্রতিমা কারিগরদের সাথে কথা বলে জানা যায় দ্রব্য মূল্য বেশি থাকায় গত বারের তুলনায় তুলনায় এইবার প্রতিমা বানাতে খরছ বেশি হচ্ছে। হেল্পারদের চাহিদা বেশি ও ঠিক-ঠাক হেল্পার পাওয়া যাচ্ছে না। প্রতিমা কারিগরিরা জানায় তারা খুশি আছে।