
মোঃ জিয়ান, মোহনগঞ্জ, নিজস্ব প্রতিনিধি।
মোহনগঞ্জ পৌর বিএনপির ৩টি ওয়ার্ডের নেতা-কর্মীদের সমন্বয়ে এক ইফতার ও দোয়া মাহফিল ও অনুষ্ঠিত হয়েছে শুক্রবার মোহনগঞ্জ পৌর সভার ৭-৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির যৌথ উদ্যোগে মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয়
এসময় জেলা বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র মাহাবুবুন্নবী শেখ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদার, সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আখম শফিকুল হক, উপজেলা বিএনপির আহবায়ক সেলিম কার্ণায়েন, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক মাসুম, সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল,
পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, সাবেক সাধারণ সম্পাদক মিহির গোস্বামী, উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম তালুকদার, সদস্য সচিব তোফাজ্জল হোসেনের জীবন, পৌর যুবদলের আহবায়ক জহিরুজ্জামান খান রনি, পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ডের সভাপতি মো. লাল মিয়া, সাধারণ সম্পাদক মাহতাবউদ্দিন, ৮ নাম্বার ওয়ার্ডের সভাপতি ইউসুফ সিকদার, সাধারন সম্পাদক মোনসেফ মিয়া, ৯ নাম্বার ওয়ার্ডের সভাপতি মো. খোকন মিয়া, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ প্রায় সাড়ে পাঁচ শতাধিক নেতা-কর্মী এ ইফতার দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন। শনিবার ৪,৫,৬নং ওয়ার্ড ও রবিবার ১,২,৩ নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।