
আব্দুর রহিম, মোড়লগঞ্জ(বাগেরহাট)শিক্ষানবিশ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার শ্রেণীখালি উচ্চগ্রাম সংলগ্ন পানগুছি নদীতে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে গেছে। খেলতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়েছে মোঃ ফাহিম খান (১০)। স্থানীয়দের চোখের সামনে নদীর স্রোতে হারিয়ে যাওয়া শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে, তবে এখন পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। প্রত্যক্ষদর্শীদের মতে, ফাহিম খান ও তার এক বন্ধু নদীতে ভাসমান কচুরিপানার স্তূপের উপর খেলা করছিল। মজার ছলে তারা কচুরিপানার স্তূপে চড়ে বেড়াচ্ছিল, কিন্তু হঠাৎ করেই ফাহিম ভারসাম্য হারিয়ে কচুরিপানার নিচে তলিয়ে যায়। তার সঙ্গী আতঙ্কিত হয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে, তবে তখন পর্যন্ত ফাহিমকে আর খুঁজে পাওয়া যায়নি।
নিখোঁজ হওয়ার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত উদ্ধার কাজে নামে। তবে সন্ধ্যা গড়িয়ে গেলেও শিশুটির সন্ধান পাওয়া যায়নি। নদীর গভীরতা ও কচুরিপানার স্তূপ উদ্ধারে জটিলতা তৈরি করছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। ফাহিমের নিখোঁজ হওয়ার পর থেকেই তার পরিবার গভীর শোকে নিমজ্জিত। মায়ের আহাজারি ও বাবার নির্বাক দৃষ্টি এলাকার মানুষকে ব্যথিত করে তুলেছে। স্থানীয় বাসিন্দারাও উদ্বিগ্ন হয়ে নদীর তীরে অপেক্ষা করছেন, যদি কোনোভাবে শিশুটির সন্ধান মেলে।
পরিবার ও উদ্ধারকারী দল সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যদি কেউ ফাহিমের কোনো সন্ধান পান, তাহলে নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে: যোগাযোগ: 01511-448833 একটি ছোট শিশুর নিরাপদে ফেরার জন্য এলাকাবাসী প্রার্থনা করছে। সময়ের সঙ্গে সঙ্গে উদ্বেগ বাড়ছে, তবে আশার আলো এখনও টিকে আছে।