বাড়িসিলেট বিভাগমৌলভীবাজার জেলামৌলভীবাজারে সীমান্তে বাংলাদেশীকে কুপিয়ে হত্যা করেছে ভারতীয় নাগরিক

মৌলভীবাজারে সীমান্তে বাংলাদেশীকে কুপিয়ে হত্যা করেছে ভারতীয় নাগরিক

কমলগঞ্জ(মৌলভীবাজার)নিজস্ব প্রতিনিধি 
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পাশে কুলাউড়ায় বাংলাদেশী নাগরিককে কুপিয়ে হত্যা করেছে ভারতীয় নাগরিক
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী। কমলগঞ্জ উপজেলা একদম কাছাকাছি  এলাকায় এক বাংলাদেশী যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে ভারতীয়রা।
এঘটনা ঘটে  ২৬ জানুয়ারি রোববার  দুপুরে কুলাউড়ার কর্মধা ইউনিয়নের দশটেকি (নতুন বস্তি) এয়লাছড়া এলাকায়।
নিহতের নাম আহাদ আলী (৩৪)। তিনি কুলাউড়ার কর্মধা ইউনিয়নের এয়লাছড়া বস্তি এলাকার ইউনুছ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে জায়গা সংক্রান্ত বিষয়ে ভারতীয় কয়েকজনের সাথে কথা-কাটাকাটি হয় বাংলাদেশী নাগরিক আহাদ আলীর। এক পর্যায়ে ভারতীয় নাগরিক হায়দার আলী ও তার সহযোগীরা আন্তর্জাতিক সীমানা রেখার ১০৮৩ এর ৩৪ এস এর ৫ গজ ভেতরে ঢুকে আহাদ আলীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিলে সেখানেই তার মৃত্যু হয়।
সীমান্তবর্তী এলাকা শিকড়িয়া গ্রামের ইউপি সদস্য শাহীন আহমদ বলেন, ভারতীয় নাগরিক হায়দার আলীর সাথে নিহত আহাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। তবে জায়গা নিয়ে কোন ধরনের সমস্যা রয়েছে কিনা এ ব্যাপারে আমার জানা নেই।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, মৃতদেহ মর্গে রয়েছে। হত্যাকারী ভারতীয় নাগরিক বলে জেনেছি।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments