বাড়িআইন-আদালতমৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ থানা কুলাউড়া

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ থানা কুলাউড়া

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে কুলাউড়া থানা। রোববার (৯ অক্টোবর) দুপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় গত সেপ্টেম্বর মাসের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার ঘোষণা করা হয়।

পুরস্কার হিসেবে কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেকের হাতে ক্রেস্ট তুলে দেন সভার সভাপতি পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

জানা যায়, গত সেপ্টেম্বর মাসে অভিন্ন মানদণ্ডের আলোকে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা ও সাজা পরোয়ানা তামিল, ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ডাকাতদল গ্রেফতার, চোরাই গরুসহ পিকআপ গাড়ি উদ্ধার, ভিকটিম উদ্ধারসহ কুলাউড়া থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে কুলাউড়া থানাকে নির্বাচিত করা হয়।

এছাড়াও কুলাউড়া থানার এসআই মো. আনোয়ার মিয়া ও এএসআই মো. নাজমুল হাসানকে জেলার শ্রেষ্ঠ এসআই এবং এএসআই হিসেবে নির্বাচিত করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন ও ফাইন্যান্স) হাসান মোহাম্মদ নাসের রিকাবদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর প্রমুখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments