বাড়িঢাকা বিভাগকিশোরগঞ্জ জেলাযথাযথ মর্যাদায় সারাদেশে পালিত হলো মজলুম জননেতা মাওঃ আব্দুল হামিদ খান ভাসানীর...

যথাযথ মর্যাদায় সারাদেশে পালিত হলো মজলুম জননেতা মাওঃ আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮ তম মৃত্যুবার্ষিকী

আবু সালেহ মোঃ হামিদুল্লাহ ।।কটিয়াদী,(কিশোরগঞ্জ) নিজস্ব প্রতিনিধি।।

বাংলাদেশর স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮ তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের এই দিনে তৎকালীন ঢাকার পিজি হাসপাতালে মারা যান তিনি। তার দাফন হয়েছিল টাঙ্গাইলের সন্তোষে। প্রতিবছর‌ই এই দিনটিতে মজলুম জননেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে নানা আনুষ্ঠান ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথ মর্যাদায় পালন করে আসছে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন ব্রিটিশ ভারতের অন্যতম রাজনীতিবিদ। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টি ও একাত্তরে বাংলাদেশের রাজনীতিতে ছিল তার বড় অবদান। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট গঠনেও তিনি ছিলেন সামনের সারির সৈনিক। তিনি রাজনৈতিক জীবনে ছিলেন বামধারার অনুসারী। কৃষকদের জন্য পূর্ব পাকিস্তান কৃষক পার্টি করে পান দেশব্যাপী জনপ্রিয়তা। দেশের স্বাধীনতা প্রশ্নে নিশ্চিত হয়েছিলেন পঞ্চাশের দশকেই। ১৯৫৭ সালে কাগমারী সম্মেলনে পশ্চিমা শাসকদের দিয়েছিলেন স্বাধিকারের বার্তা। মুক্তিযুদ্ধে গঠিত প্রবাসী সরকারের উপদেষ্টামণ্ডলীর সভাপতিও ছিলেন মাওলানা আব্দুল ভাসানী। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী অধিকারবঞ্চিত, অবহেলিত ও মেহনতি মানুষের অধিকার ও স্বার্থরক্ষায় আজীবন নিরবচ্ছিন্নভাবে সংগ্রাম চালিয়ে গেছেন। জাতীয় সংকটে জনগণের পাশে থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে জনগণকে উদ্বুদ্ধ করতেন তিনি। ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্ম। সিরাজগঞ্জে জন্ম হলেও তার জীবনের বড় অংশই কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। তিনি তার কৈশোর-যৌবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

দীর্ঘদিন তিনি তৎকালীন বাংলা-আসাম প্রদেশ মুসলিম লীগের সভাপতি ছিলেন। তিনি ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট গঠনকারী প্রধান নেতাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ চলাকালে গঠিত প্রবাসী সরকারের উপদেষ্টামণ্ডলীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২ দিনের কর্মসূচির ঘোষণা বিএনপি।আজ সকালে টাংগাইলে ভাসানীর মাজার জিয়ারত, শ্রদ্ধা নিবেদন ও আলোচনা করবে দলটি। এছাড়াও   ভাসানীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার মৃত্যু বার্ষিকীতে বাণী দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments