মো:ফায়সাল (সৈয়দপুর, নীলফামারী)শিহ্মানবীস প্রতিনিধি।
৩০ জুন ২০২৪ থেকে সারা বাংলাদেশে উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষা আরম্ভ হতে যাচ্ছে।আসন্ন এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় "প্রান্তিক উন্নয়ন সোসাইটি" কর্তৃক পরিচালিত "ওব্যাট টিউটোরিয়াল সেন্টার " এর এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত টিউটোরিাল সেন্টার হতে মানবিক,বিজ্ঞান ও ব্যবসায় শিহ্মা শাখার সর্বমোট ৪৫ জন (৮ জন ছেলে ও ৩৭ জন মেয়ে) পরীক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রান্তিক উন্নয়ন সোসাইটির এলাকা সমন্বয়কারী কারী মো:ইরফান আজম, ওব্যাট ব্যাক টু স্কুলের প্রধান শিহ্মক মোছা:তাবাসসুম আক্তার প্রমুখ।
কোরআন তিলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠান জুড়ে ছিলো শিহ্মক শিহ্মার্থীর বক্তব্য।ওব্যাট টিউটোরিয়াল সেন্টারের বিদায়ী শিহ্মার্থীরা অত্র প্রতিষ্ঠানের ভূয়সী প্রসংশা করে এবং ওব্যাটের দাতা সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। শিহ্মার্থী ও শিহ্মকদের উদার মনোবৃত্তি ও সহযোগিতা এবং শিহ্মার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে বিদায় অনুষ্ঠানটি স্বকীয়তায় সমুজ্জল হয়ে উঠে।
উক্ত অনুষ্ঠানে পরীক্ষার্থীদের প্রতি শিক্ষকদের উপদেশ,ভবিষ্যত দিকনির্দেশনা,উপহারস্বরূপ পরীক্ষার রুটিন সহ পরীক্ষায় ব্যবহারযোগ্য উপকরণ প্রদান করা হয়। পরিশেষে সকল শিহ্মার্থী, প্রতিষ্ঠান ও দাতা সংস্থার জন্য বিশেষ মোনাজাতের মাধ্যমে ৪৫ জন শিক্ষার্থীকে বিদায় জানানো হয়।