বাড়িবাংলাদেশেখুলনা বিভাগযথাযোগ্য মর্যাদায় চিতলমারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় চিতলমারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

প্রিন্স মন্ডল অলিফ_চিতলমারী(বাগেরহাট)নিজস্ব প্রতিনিধি

উপজেলা প্রশাসনে আয়োজনে বাগেরহাটের চিতলমারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা হয়। কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, মুক্তি যোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র, উপজেলা ফায়ার সার্ভিস,পল্লী বিদ্যুৎ সমিতি, চিতলমারী প্রেসক্লাব, চিতলমারী পূজা উদযাপন ফ্রন্ট,চিতলমারী  হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টসহ আরও অনেক প্রতিষ্ঠান।

সকাল সাড়ে আটটায় জাতীয়  সংগীতে মাধ্যমে জাতীয় পতাকা উত্তোরণ, জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শণ, শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন, প্যারেড পরিদর্শন ও শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীদের কুচকাওয়াজ প্রদর্শণ করেন প্রধান অতিথি ইউএনও জনাব তাপস পাল, বিশেষ অতিথি থানা অফিসার ইনচার্জ এসএম শাহাদাত হোসেন। 

 ১০টায়  বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা বাবদ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। 

এর আগে শহিদ মিনারে পুষ্প অর্পনে দেয়ার সময় উপস্থিত ছিলেন  উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ মোঃ সিফাত আল মারুফ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শেখ আসাদুল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ হাফিজুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ এমআর ফরাজী,বীর মুক্তি যোদ্ধা আবু তালেব শেখ, বীর মুক্তিযোদ্ধা শেখ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন,  বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় সদস্য ও চিতলমারী হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট এর সদস্য সচিব  অনুপম সাহা, চিতলমারী পূজা উদযাপন ফ্রন্ট এর আহবায়ক অধ্যাপক জহরলাল সরকার।

অপর দিকে দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএপি ও তার সহযোগি সংগঠন এক বর্নাঢ্য র‌্যালি ও পথ সভার আয়োজন করেছে। র‌্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক জনাব মমিনুল হক টুলু, উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব আহসান হাবীব ঠান্ডু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ শিপন মুন্সি ও উপজেলা বিএনপির সদস্য সচিব কাশীনাথ বৈরাগী প্রমুখ।

অনুষ্ঠানে সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা এলজিইডি অফিসার ইন্জিনিয়ার মোঃ সাদ্দাম হোসেন ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহেল পারভেজ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments