
সোহানুর রহমান (শিহাব),সদর(যশোর) বিশেষ প্রতিনিধিঃ
যশোরে দগ্ধ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মহসিন যশোর সদর উপজেলার ডাকাতিয়া তোলানুরপুর গ্রামের মশিউর রহমানের ছেলে। যশোর কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা পলাশ কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের স্ত্রী সাথী বেগম বলেন, ‘সে মাঠে কৃষিকাজ করত। তার সঙ্গে তেমন কারও মনোমালিন্য ছিল না। গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি সে। আজ শুক্রবার দুপুরে পুলিশের মাধ্যমে জানতে পারি, যশোর ২৫০ বিশিষ্ট হাসপাতালে একটা মরদেহ রয়েছে। সেখানে গিয়ে আমার স্বামীর মরদেহ শনাক্ত করি। তার গায়ে আগুন ধরিয়ে হত্যা করেছে ঘাতকরা। হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি চাই।’
তদন্ত কর্মকর্তা পলাশ কুমার বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পোড়া মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রথমে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করা হয়। পরে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।
‘প্রথমে মরদেহটির পরিচয় পাওয়া যায়নি। পরে যখন আমরা মরদেহের পরিচয় পাই। তখন তার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করতে বলা হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা এখনও প্রক্রিয়াধীন। থানায় মামলা হলে অপরাধীদের ধরতে পুলিশ অভিযানে নামবে।