বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাযৌথ বাহিনীর অভিযানে তিন একর বনভূমি উদ্ধার

যৌথ বাহিনীর অভিযানে তিন একর বনভূমি উদ্ধার

মোঃ রমজান আল মাহমুদ গাজীপুর সদর(গাজীপুর)শিক্ষানবিশ প্রতিনিধি

ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ঢাকা নিয়ন্ত্রিত গাজীপুর ভাওয়াল রেঞ্জের অধীনে সম্প্রতি অবৈধভাবে বনে নির্মিত বিভিন্ন ধরনের স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) সকালে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বিটের বাঘের বাজার শিরিরচালা (হিজড়া পট্টি) এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

৫ আগস্ট পরবর্তী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। এ সুযোগে গাজীপুরের বিভিন্ন অঞ্চলে সক্রিয় হয়ে ওঠে ভূমিদস্যুরা। তারা বনভূমি দখল করে বাড়িঘর নির্মাণের প্রতিযোগিতায় নেমে পড়ে। ভবানীপুর বিট অফিসের তথ্য অনুযায়ী, ভাওয়ালগড় ইউনিয়নের মাহনা ভবানীপুর মৌজায় ১১.৭২ একর বনভূমি দখল হয়। সেখানে অগণিত নতুন ঘর নির্মাণ করা হয়।

শিরিরচালা এলাকায় পরিচালিত অভিযানে মোট ৩ একর সংরক্ষিত বনভূমি পুনরুদ্ধার করা হয়েছে। উচ্ছেদকৃত স্থাপনাগুলোর মধ্যে অবৈধভাবে নির্মিত দ্বিতল ভবন, দোকানপাটসহ বিভিন্ন ছোট-বড় মোট ৩০টি স্থাপনা রয়েছে, যার বর্তমান বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা। অভিযানে জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ এবং বন বিভাগ যৌথভাবে অংশ নেয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments