বাড়িরংপুর বিভাগরংপুর জেলারংপুরের পীরগাছায় নকল সার-কীটনাশক তৈরির ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড

রংপুরের পীরগাছায় নকল সার-কীটনাশক তৈরির ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড

মোঃ জমির উদ্দিন , পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছায় নকল সার ও কীটনাশক তৈরিরও বাজারজাত করার দায়ে দেলোয়ার হোসেন (৫৬) নামে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

বুধবার ২৬ ফেব্রুয়ারি  দুপুরে উপজেলার ৮নং কৈকুড়ী ইউনিয়নের মোংলাকুটি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন ওই গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।

জানা গেছে, দেলোয়ার হোসেনের মতিয়ার বাজারে একটি সার ও কীটনাশকের দোকান রয়েছে, যা তিনি ও তার ছেলে যৌথভাবে পরিচালনা করেন। দীর্ঘদিন ধরে ওই ব্যবসার আড়ালে নিজ বাড়িতে নকল সার ও নামিদামি কোম্পানির কীটনাশক তৈরি ও মোড়কজাত করে বাজারে সরবরাহ করছিলেন। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট  নাজমুল হক সুমন অভিযান পরিচালনা করেন। অভিযানে দেলোয়ার হোসেনের বাড়ি থেকে বিপুল পরিমাণ নকল সার, কীটনাশক, মোড়ক, মোড়কজাত করার যন্ত্রসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। 

পরে তাকে ৬ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট  নাজমুল হক সুমন বলেন, দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে নকল সালফার, জিংকসহ বিভিন্ন সার ও কীটনাশক তৈরি করে সিনজেনটাসহ নামিদামি কোম্পানির লেবেল ব্যবহার করে বাজারজাত করতেন। এতে কৃষকরা প্রতারিত হচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে দণ্ড দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments