
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
কালিয়াকৈরে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
ক্রীড়া প্রতিযোগিতার সকালে জাতীয় প্রতাকা উত্তোলন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আনন্দ মোহন রক্ষিত ( বাবুল), ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বোয়ালী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক মো.আতাউর রহমান সরকার, শুভেচ্ছা বক্তব্য রাখেন রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র চক্রবর্তী।
কালিয়াকৈর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো.জাহিদুল ইসলামের সভাপতিত্বে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো.আলী আজম খান,সম্মানিত অতিথি ছিলেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক এম আফজাল কবীর কাজল, কালিয়াকৈর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো সোহরাব রহমান প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।