
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, মাদক ও দুর্নীতি বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে খেলাফত মজলিশ। ময়মনসিংহের ত্রিশাল উপজেলা শাখা খেলাফত মজলিশ এ কর্মসূচী পালন করে।
শুক্রবার বাদ আছর পৌর শহরের গো-হাটা মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারী নজরুল একাডেমী গেইটে গিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ত্রিশাল উপজেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা তাফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিশ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিশ ময়মনসিংহ জেলার সাংগঠনিক সম্পাদক মুফতি রমজান আলী, সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ আব্দুল আজিজ, খেলাফত মজলিশ ত্রিশাল পৌর শাখার সভাপতি মাওলানা আনিসুর রহমান নোমান, মাওলানা মাসুদ, হাফেজ আল আমিন সাইফ, মোহাম্মদ তোফায়েল আহমদ সোহাগ, সিয়াম প্রমূখ।