প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ১০:১০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৫, ১:৪৪ পি.এম
রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রাব্যাদির ন্যায্যমূল্য নিশ্চিত করতে পিরোজপুরে বিশেষ মনিটরিং অভিযান

মোঃ নাজমুল হোসেন ,জিয়ানগর(পিরোজপুর)নিজস্ব প্রতিনিধি :
পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয়ে ভোক্তাদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে পিরোজপুরে বিশেষ বাজার মনিটর্রি কার্যক্রম জোরদার করা হয়েছে।
মঙ্গলবার (০৪মার্চ) ৩য় রমজানে পিরোজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একাধিক ম্যাজিস্ট্রেট টিম পিরোজপুর শহরে ও হুলারহাট বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে দেখা যায়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ,পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন ও ভোক্তা অধিকার নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়। বিশেষ করে ফলের দোকান ও ইফতারী সামগ্রীর দোকান গুলোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। যেখানে অতিরিক্ত মূল্য আদায় ও মূল্য তালিকায় না থাকায় বিভিন্ন দোকানিকে জরিমানা করা হয়।
বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে ব্যবসায়ীদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবং ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য রমজান জুড়ে এ ধরনের অভিধান অব্যাহত থাকবে। জেলার প্রতিটি বাজার নিয়মিতভাবে পর্যবেক্ষণ করে কোন অনিয়ম পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় অভিযানে ম্যাজিস্ট্রেটের পাশাপাশি ছাত্র প্রতিনিধি মন্জুরুল ইসলাম ও উপস্থিত ছিলেন।
মনিটরিং কার্যক্রমে পিরোজপুরে সাধারণ জনগণ স্বস্তি প্রকাশ করে বলেন, প্রশাসনের এ ধরনের উদ্যোগে বাজার স্থিতিশীলতা ফিরে আসবে। আসাধু ও সুবিধাভোগী ব্যবসায়ীরা নিয়ন্ত্রণে থাকবে।
এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সাখাওয়াত হোসেন বলেন, বাজারের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবং ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য পুরো রমজান মাস জুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জেলার প্রতিটি বাজারে নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হবে ও কোন অনিয়ম পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত