বাড়িবাংলাদেশেময়মনসিংহ বিভাগরমজান উপলক্ষে শেরপুরের ব্র্যান্ড তুলশীমালা চাল মাত্র ৯৯ টাকায়!

রমজান উপলক্ষে শেরপুরের ব্র্যান্ড তুলশীমালা চাল মাত্র ৯৯ টাকায়!

মোঃ মারুফ হোসেন , ঝিনাইগাতী(শেরপুর)শিক্ষানবিশ প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরপুরের ব্র্যান্ডিং জিআই পণ্য তুলশীমালা চাল মাত্র ৯৯ টাকা কেজিতে বিক্রির অফার দিয়েছে ‘আওয়ার শেরপুর’।
১ থেকে ১৫ রমজান পর্যন্ত শুধুমাত্র ঢাকার ক্রেতারা এই বিশেষ সুবিধা গ্রহণ করতে পারবেন। আজ সেহরির পর নিজেদের অফিশিয়াল ফেইসবুক পেজে এই অফার ঘোষণা করেছে ‘আওয়ার শেরপুর’।
শেরপুরের ঐতিহ্যবাহী তুলশীমালা চালের গন্ধ এবং স্বাদের কারণে যুগ যুগ ধরে ভোজনরসিকদের পছন্দের শীর্ষে রয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে শেরপুরের প্রথম ব্র্যান্ডিং পণ্য হিসেবে এই চাল দেশব্যাপী পরিচিতি পেয়েছে। গত বছর জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্যের স্বীকৃতি পাওয়ার পর সারাদেশে শেরপুরের তুলশীমালা চালের জনপ্রিয়তা এবং চাহিদা আরও বেড়ে যায়।
শেরপুরের ঐতিহ্যবাহী তুলশীমালা চালের গন্ধ এবং স্বাদের কারণে যুগ যুগ ধরে ভোজনরসিকদের পছন্দের শীর্ষে রয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে শেরপুরের প্রথম ব্র্যান্ডিং পণ্য হিসেবে এই চাল দেশব্যাপী পরিচিতি পেয়েছে। গত বছর জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্যের স্বীকৃতি পাওয়ার পর সারাদেশে শেরপুরের তুলশীমালা চালের জনপ্রিয়তা এবং চাহিদা আরও বেড়ে যায়।
২০১৯ সাল থেকে ‘আওয়ার শেরপুর’ অনলাইনে তুলশীমালা চালের প্রচার ও বিক্রি করে আসছে, যা দেশের নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে। এবার রমজান উপলক্ষে বিশেষ ছাড়ে তুলশীমালা চাল বিক্রির অফার নিয়ে এসেছে ‘আওয়ার শেরপুর’।
এই অফার সম্পর্কে ‘আওয়ার শেরপুর’-এর প্রতিষ্ঠাতা মোঃ দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ‘তুলশীমালা চালের বাজারমূল্য ১৬০ টাকা কেজি। আমরা চাই এই রমজানে সবাই যেন ভালো খাবার উপভোগ করুন। তাই ১-১৫ রমজান পর্যন্ত মাত্র ৯৯ টাকা কেজিতে তুলশীমালা চাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিশ্বাস করি, চাল কেনায় সাশ্রয় হওয়া টাকায় মানুষ তাদের ইফতারে আরও কিছু নতুন পদ যুক্ত করতে পারবেন।’
তিনি আরও জানান, এই অফার পেতে ঢাকার ক্রেতাদের ‘আওয়ার শেরপুর’-এর ওয়েবসাইট থেকে অনলাইনে অর্ডার করতে হবে। একসঙ্গে সর্বোচ্চ ৫ কেজি পর্যন্ত চাল ক্রয় করা যাবে। অফারটি ১৫ রমজান পর্যন্ত চলবে।
রমজানে সুস্বাদু ভাত, খিচুড়ি কিংবা পায়েস রান্নার জন্য তুলশীমালা চাল নিতে চাইলে এখনই অর্ডার করুন ‘আওয়ার শেরপুর’ ওয়েবস থেকে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments