
ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে উপজেলার সর্বস্তরের ছাত্র জনতার আয়োজনে দেশব্যাপী নারীর প্রতি নিপিড়ন, সহিংসতা, ধর্ষণ ও ধর্ষকদের দ্রুততম বিচার চেয়ে ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুর বারোটার সময় নওগাঁ-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের উপর উপজেলা পরিষদ গেটের সামনে ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকতের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্ররা প্লেকার্ডে নানান স্লোগান লিখে সম্প্রতি সারাদেশে বেড়ে যাওয়া নারী ও শিশু ধর্ষণসহ নির্যাতনের প্রতিবাদে মানববন্ধনে ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করতে দেখা যায়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, “ গত ৫ আগস্টের পর দেশব্যাপী নারীর প্রতি নিপিড়ন, সহিংসতা, ধর্ষণসহ না না অপকর্ম বেড়ে গেছে। এভাবে দেশ চলতে পারেনা। আমরা এমন বীভৎস্য পরিস্থিতি থেকে নিস্তার চাই। ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন দিন। এবং ধর্ষকদের মৃত্যুদন্ড নিশ্চিত করুন।”
বক্তারা আরও বলেন, “রশি লাগে রশি দেব, ধর্ষকদের ধরে ফাঁসি দেবো। ধর্ষকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন। তা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।”
এসময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সহ-সভাপতি বেলী খাতুন, সাজিদ বিল্লাহ, তারেক তাসলিমুল, নুর আলম নুর, আলমগীর হোসেন আরাফ, আবু হাসান, কাওছার হোসেন, সাকিব চৌধুরী, রিজু হোসেন, রাহিমুল ইসলাম প্রমুখ।