বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগরাঙ্গামাটিতে গ্রামীণ ব্যাংকের আয়োজনে - ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও আলোচনা সভা

রাঙ্গামাটিতে গ্রামীণ ব্যাংকের আয়োজনে – ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও আলোচনা সভা

স্বপন কুমার নাথ – স্টাফ রিপোর্টার –

বাঙালি জাতির মননে অনন্য মহিমায় চিরভাস্বর একুশে ফেব্রুয়ারি। ইতিহাসের পাতায় রক্তপলাশ হয়ে ফোটা সালাম, বরকত,রফিক,জব্বার, সফিউর,আউয়াল, অহিউল্লাদের রক্তে রাঙ্গানো অমর ২১শে ফেব্রুয়ারি রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান এই শহীদ দিবস আজ বিশ্ববাসীর শ্রদ্ধার ফসল হিসাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাথা নত না করার চির প্রেরনার শ্রদ্ধাস্পদ এইদিনে বাঙালি জাতির সাথে একাত্মতা প্রকাশ করে বিশ্বের কোটি কন্ঠে উচ্চারিত হচ্ছে ২১” র  অমর

শোকসংগীত –

“আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো

একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি “।

১৯৫২ সাল থেকে দীর্ঘ ৭২ বছর যাবৎ এ দিবসটি বাঙালি জাতির অহংকার ও গর্ব হিসাবে রাষ্ট্রীয় ভাবে যথাযত সন্মান ও ভাবগাম্ভীর্যে ভাষা আন্দোলনের এই মহান শহীদদের প্রতি সন্মান প্রদর্শন সহ দোয়া মাহফিল, মিলাদ ও আলোচনা সভার মাধ্যমে  উদযাপন করা হয়। তারই ধারাবাহিকতায় এ দেশের একমাত্র  নোবেল পুরস্কার বিজয়ী সরকারি মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক, গ্রামীণ ব্যাংক ও তাদের প্রধান কার্যালয় সহ প্রতিটি শাখা অফিস, এরিয়া অফিস ও যোনাল কার্যালয়ে যথাযথ সম্মান ও ভাবগাম্ভীর্যে দিবসটি উদযাপন করেন। গতকাল ব্যাংকের রাঙ্গামাটি যোনে, বিভিন্ন শাখা, এরিয়া ও যোনাল অফিসে ও দিবসটি উদযাপন করা হয়। রাঙ্গামাটি যোনের যোনাল ম্যানেজার জনাব, উত্তম কুমার শীল গতকাল সকালে তাঁর কার্যালয়ে আলোচনা সভায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন। তিনি তাঁহার বক্তব্যে বলেন, এ দেশে বাঙালি জাতির অহংকার ও স্বাধীনতার স্থপতি  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে হয়ত এখনো পর্যন্ত আমরা পরাধীন থাকতাম এবং উর্দু ভাষায় কথা বলতাম। তাই আজকের এই মহান দিবসে আমি ভাষা শহীদদের পাশাপাশি জাতীর জনকের প্রতি ও গভীরভাবে সন্মান প্রদর্শন করছি এবং মহান সৃষ্টি কর্তার নিকট সকল শহীদদের আত্মার চীর শান্তি কামনা করছি। আজ আমাদের আর ও গর্বের বিষয় হলো, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্ববাসী কে ২১” ফেব্রুয়ারী মহান ভাষা যুদ্ধের গুরুত্ব বুঝাতে সক্ষম হয়েছেন বিধায় আজ আন্তর্জাতিক ভাবে অত্যন্ত শ্রদ্ধার সহিত দিবসটি পালিত হচ্ছে। এটি বাঙ্গালি জাতির জন্য আর ও  বিশাল অর্জন ও মাইল ফলক। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি ও ধন্যবাদ এবং  কৃতজ্ঞতা জানাচ্ছি। উক্ত আলোচনা সভায় আলোচক হিসাবে আরও উপস্থিত ছিলেন যোনাল অডিট অফিসার জনাব মোঃ মিজানুর রহমান মোল্লা, যোনাল অফিস হিসাব কর্মকর্তা জনাব মোহাম্মদ আলী, অবলোকন কর্মকর্তা জনাব মোঃ আব্দুল হক হোসাইনি, নিরীক্ষন অফিসের কর্মকর্তা জনাব আনোয়ার হোসেন, রিনা আক্তার, বন্দুক ভাঙ্গা শাখার কর্মকর্তা জনাব জুলহাস মিয়া সহ প্রমূখ ব্যাক্তিবর্গ। সবশেষে মহান ভাষাযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করে অনুষ্ঠান সমাপ্তি করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments