বাড়িরাজশাহী বিভাগরাজশাহী জেলারাজশাহীর দরিখরবোনা বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ I

রাজশাহীর দরিখরবোনা বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ I

মোহাইমিনুল ইসলাম, মতিহার(রাজশাহী)প্রতিনিধি :

রাজশাহীর রেলগেট এলাকায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ গোলাগুলি, ককটেল বিস্ফোরণ, সাংবাদিক সহ ২টি মটরসাইকেল আগুনের ঘটনা ঘটেছে। এতে গোয়েন্দা পুলিশের এক সদস্যসহ তিনজন আহতের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, ওই জায়গার আওয়ামী লীগের কর্মী সাব্বির বাবুকে ধরিয়ে দেয় মহিলা দলের নেত্রী লাভলী।  এর সূত্রধরে মহিলা দলের লাভলীর বাড়িতে ভাংচুর ঘটায় হামলাকারীরা।  সেখান থেকে হামলাকারীরা চলে আসলে রাজশাহী মহানগরীর দরিখরবোনায় লাভলীর গ্রুপের সাথে সংঘর্ষ শুরু হয়। দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। ইট পাটকেলের আঘাতে নগর গোয়েন্দা সদস্য তোফাজ্জল সহ আরো ২জন আহত হয়। 
শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়েয়ে রাত ১১ টা পর্যন্ত এই সংঘর্ষ ঘটে। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments