
আসাদুর রহমান ।। রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
বিশ্ব মানবাধিকার দিবস আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর)। ‘আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও দিবসটি পালন করা হয়।
কুড়িগ্রামের রাজারহাটে ঘুমের শিকার ছাত্রদলের নেতাকর্মী ও দেশের সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামীলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্মম হত্যাকাণ্ড, নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের উপর নিপীড়নের ঘটনায় বিচারের দাবিতে উপজেলা যুবদল, ছাত্রদল ও কলেজ শাখা ছাত্র দল যৌথ ভাবে রাজারহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসার সামনে প্রধান সড়কে মানববন্ধন ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করে।এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, যুবদলের আহবায়ক আঃ কুদ্দুস, সদস্য সচিব নয়ন আলী,উপজেলা শাখা ছাত্র দলের আহবায়ক রুবেল পাটোয়ারী, সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দাম , কলেজ শাখা ছাত্র দলের আহবায়ক আকরামুল, সদস্য সচিব হাসিবুল ইসলাম হিমু সহ ছাত্র দলের অন্যন্য নেতৃবৃন্দ।
বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে। এ ঘোষণার মাধ্যমে স্বীকৃত হয় যে জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান। প্রতিটি মানুষ জন্মগতভাবেই এসব অধিকার লাভ করে। প্রত্যেক ব্যক্তির অধিকার ও রাষ্ট্রের দায়-দায়িত্বের বিষয়টি সুনির্দিষ্টভাবে ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে। এ ঘোষণাপত্র গ্রহণের দিনটি প্রতিবছর বিশ্বব্যাপী মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে।