
আসাদুর রহমান ।। রাজারহাট (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ১০ নভেম্বর ২০২৪ কলেজ শাখা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিগত ১৫ বছর যাবৎ সাধারণ শিক্ষার্থীদের উপর জুলুম, নির্যাতনকারী ও ছাত্র রাজনীতিকে কলুষিত করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবীতে রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ ছাত্রদল এর আয়োজনে বিক্ষোভ মিছিল ও অবস্হান কর্মসূচি অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিলটি কলেজ থেকে বের হয়ে রাজারহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংক চত্বরে এসে শেষ করে, সেখানে অবস্থান কর্মসূচি পালন করে।
উক্ত অবস্থান কর্মসূচিতে বক্তৃতা রাখেন রাজারহাট উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল পাটোয়ারী, সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দাম, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের আহবায়ক আকরামুল হক ও সদস্য সচিব হাসিবুল ইসলাম হিমু। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ও কলেজ শাখা ছাত্র দলের অন্যান্য নেতৃ বৃন্দ।