বাড়িরংপুর বিভাগকুড়িগ্রাম জেলারাজারহাটে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

রাজারহাটে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

আসাদুর রহমানঃ রাজারহাট উপজেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রেসক্লাব রাজারহাটের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২০নভেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নবাগত ইউএনও আল ইমরানকে ফুলেল শুভেচ্ছা দেন সাংবাদিকরা।

নবাগত ইউএনও আল ইমরান টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার(ভূমি) হিসেবে দায়িত্বপালন করছিলেন। গত মঙ্গলবার(১৯নভেম্বর) তিনি রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করে রাজারহাটে আসেন। উক্ত সভায় রাজারহাট উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। নবাগত ইউএনও তা বাস্তবায়নে সাংবাদিকদের আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব রাজারহাটের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, সহ-সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজুল ইসলাম লাভলু, কোষাধ্যক্ষ আশরাফুল আলম সাজু, শাহজাহান আলী, মোহাম্মদ আলী মন্ডল এটম ও মোস্তফা কামাল সহ সদস্য প্রমূখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments