বাড়িরংপুর বিভাগকুড়িগ্রাম জেলারাজারহাটে পুকুরে কীটনাশক প্রয়োগে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি।

রাজারহাটে পুকুরে কীটনাশক প্রয়োগে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি।

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনীধিঃ

কুড়িগ্রামের রাজারহাটে ৯ একর জমির উপর অবস্থিত একটি পুকুরে কীটনাশক প্রয়োগ করে প্রায় ৫০ লাখ টাকার মাছ নষ্ট করেছে দূর্বৃত্তরা। খবর পেয়ে রাতেই রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ঘটনাটি ঘটেছে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সুলতান বাহাদুর গ্রামের নাখেন্দা বিলের পাশে রেললাইনের উত্তরে। প্রচুর মাছ মারা যাওয়ার কারণে এলাকাটি দূর্গন্ধময় হয়ে উঠেছে।

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থ মালিক জানান, ওই ইউনিয়নের পশ্চিম দেবত্তর গ্রামের খুদু ব্যাপারীর ছেলে আলতাফ হোসেন(৩৫) ৯ একর জমির উপর পুকুর খনন করে মাছ চাষ করে আসছেন। এবারেও ওই পুকুরে প্রায় ৩০লাখ টাকার পোনা মাছ ছেড়ে দেয়া হয়। গত শুক্রবার(১নভেম্বর) সকালে ওই পুকুরে অনেক মৃত মাছ পানিতে ভেসে উঠতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে আলতাফ হোসেন পুকুর পাড়ে গিয়ে মাছ মারা যাওয়ার দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়েন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাছ মারা যাওয়া দৃশ্য আরও স্পষ্ট হয়ে উঠে। হাজার হাজার মারা যাওয়া মাছ পুকুরের পানিতে ভাসতে থাকে। প্রায় ২’শ মণ মাছ মারা গেছে বলে অনুমান করেন ক্ষতিগ্রস্থ মালিক আলতাফ হোসেন।

সব মিলে তার ৫০লাখ টাকার মাছ ক্ষতি সাধিত হয়েছে বলে তিনি জানান।

তবে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করেছে তা জানা যায়নি।

এ ব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, আমি মাছ মারা যাওয়ার দৃশ্য দেখে এসেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শনিবার(২নভেম্বর) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ এমদাদুল হক বলেন, কীটনাশকের কারণে ওই পুকুরের অনেক মাছ মারা গেছে। তবে এগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য সেম্পল ঢাকায় প্রেরণ করতে হবে। সেখান থেকে রিপোর্ট আসার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments