মো সাইদুর রহমান রাজৈর (মাদারীপুর) বিশেষ প্রতিনিধিঃ
মাদারীপুরের রাজৈর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ রবিবার (১৩ অক্টোবর) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবারে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবসের প্রতিপাদ্য বিষয়ে আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহশীল ভবিষ্যৎ গড়ি, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর হক, অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন রাজৈর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইস এম মাহবুব হোসেনের, আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজৈর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খাইরুল আলম , রাজৈর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মোঃ মেহেদী হাসান। উক্ত রেলি আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আনোয়ার হোসেন, রাজৈর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ মোঃ সিরাজুল ইসলাম ,রাজৈর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ফয়সাল বাদশা, রাজৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ খন্দকার আব্দুল মতিন , এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজৈর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী বৃন্দ ও সুশীল সমাজ।