
বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২১ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে এই ভোটগ্রহণ। এরপর শুরু হয় গণনা। গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফল ঘোষিত হতে থাকে।
রাণীশংকৈল উপজেলায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আহাম্মদ হোসেন বিপ্লব । তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ২৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সইদুল হক আনারস প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ১৮০ ভোট। ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন এর মধ্যে সোহেল রানা টিউবওয়েল প্রতীকে ৩৩০১২ ভোট পেয়ে জয়ী হোন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রমজান আলী বৈদ্যুতিক বাল্বে ৩২০৮৩ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন, শারমিন আক্তার হাঁস প্রতীকে
৩২৭৪৩ ভোট পেয়ে জয়ী হোন।
তার নিকটতম প্রতিবন্ধী ফরিদা ইয়াসমিন ফুটবলে ২৯১৭৫ ভোট পান।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী
প্রতিদ্বন্দ্বীতা করেন এবং ভাইস চেয়ারম্যান পদে ৯জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে পুরুষ ভাইস চেয়ারম্যান ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪জন এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১লক্ষ ৮৩ হাজার ৩৯১ জন। ৬৬ টি কেন্দ্রে বৈধ ভোটের সংখ্যা ১ লক্ষ ১০ হাজার ৬৭০ ভোট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।