
বিজয় রায়, রানীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
“প্রাণী সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”,
এই শ্লোগান কে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় ভাবে ১৮এপ্রিল বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রাণী সম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন যোষনা করেন।
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে, প্রাণী সম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণী সম্পদ অধিদপ্তর মতস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়য়ের সহযোগিতায় এইদিনে কেন্দ্রীয় হাইস্কুল মাঠে প্রাণী সম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার সাইদুর রহমান,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ঠাকুরগাঁও-৩ হাফিজ উদ্দিন আহমেদ, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি সেলিনা জাহান লিটা,
আ”লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক,মেয়র মোস্তাফিজুর রহমান,ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, এছাড়াও অফিসার ইনচার্জ সোহেল রানা,পৌর আ”লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার,
জাতীয় পার্টির জাহাংগীর আলম ও যুগ্ন আহব্বায়ক আবু তাহের,প্রধান শিক্ষক আবু শাহানসাহ ইকবাল,প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও মোবারক আলী সাবেক সভাপতি ফারুক আহমদ সরকার, কুশমত আলী।(প্রমুখ)।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার সাইদুর রহমান
এ প্রতিনিধিকে বলেন, দিনব্যাপী প্রদর্শনীতে ৫০টি
পশু স্টল স্থান পায়। বিভিন্ন ক্যাটাগরিতে স্টলের পুরস্কারের ব্যবস্থা রয়েছে।