মো.জাকির হোসেন,উপজেলা প্রতিনিধি (শার্শা) যশোর।
আগামী কাল ২১-মে-২০২৪ ইং, রাত পোহালেই, যশোরের-শার্শা উপজেলা পরিষদের নির্বাচন। উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মোট- ১১ জন প্রার্থী প্রতিদ্বন্ধী করছেন। আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। শার্শা উপজেলায় মোট ১০২ টি ভোট কেন্দ্রে, ৮১৪ টি বুথে ভোট দিবেন ভোটাররা। এই উপজেলায় মোট ভোটার ২ লাখ ৯৯ হাজার ১১১ জন।
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন বলেন,নির্বাচন সম্পন্ন করার জন্য, সব ধরণের প্রস্ততি নেয়া হয়েছে এবং সকল ভোটাররা যাতে সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে, তাদের ভোট প্রদান করতে পারে। তার সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শার্শা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে, অহিদুজ্জামান (আনারস), আব্দুল মান্নান মিন্নু (মোটরসাইকেল), ইব্রাহিম খলিল (ঘোড়া), ও সোহরাব হোসেন (দোয়াতকলম)।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে, আব্দুর রহিম সরদার (তালা), তরিকুল ইসলাম (টিয়াপাখি), শফিকুল ইসলাম মন্টু (চশমা) ও শাহরীন আলম (টিউবওয়েল)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে, আলেয়া ফেরদৌস (হাঁস), নাজমুন নাহার (ফুটবল)ও শামীমা খাতুন (কলস)।
এ উপজেলায় ১টি পৌরসভা ১১টি ইউনিয়নে ১০২ কেন্দ্রে ৮১৪ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।ভোটার ২ লাখ ৯৯ হাজার ১১১ জন। এ ছাড়াও তৃতীয় লিঙ্গের দুজন ভোট দিতে পারবে। পুরুষ ১ লাখ ৫০ হাজার ১৯৯ ও মহিলা ১ লাখ ৪৮ হাজার ৯১০ জন। ১০২ প্রিজাইডিং অফিসার, ৮১৪ সহ প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ২৬৮ পোলিং অফিসার দায়িত্ব পালন করবে।
উপজেলা পরিষদের নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠ পর্যায়ে নিরাপত্তার জন্য থাকবে পুলিশ ও র্যাব, শার্শায় ৪ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে । এ ছাড়াও আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ভোটের মাঠে থাকবেন। কোন কোন কেন্দ্র ঝুঁকিপূর্ণ ও কোথায় ঝামেলা হতে পারে, সেসব বিষয়ে খোঁজ-খবর রাখছে পুলিশ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন এ তথ্য জানান।