বিজয় রায়, রানীশংকৈলে (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
শিশু বান্ধব শিক্ষা,স্মার্ট বাংলাদেশের দীক্ষা,এ প্রতিপাদ্য সামনে রেখে, ৩ দিন ব্যাপী,
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ২৮ মে মঙ্গলবার বিকালে উপজেলা হলরুমে পুরস্কার বিতরণ,
শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান,
আলোচনার সভা, ৩দিন ব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দীনের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দীন,সহকারি উপজেলা শিক্ষা অফিসার জাহিদ হোসেন ও সীমান্ত বসাক,
প্রধান শিক্ষক কুশমত আলী, প্রধান শিক্ষক ধরনী প্রসাদ ও মেরিনা খাতুন,সহকারী শিক্ষক তৌহিদুল ইসলাম,অমল কুমার রায়, নীপা,কুলসুমা বেগম। এছাড়াও অনুষ্ঠানে প্রধান শিক্ষকগন সহ শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জাহিদ হোসেন।