বাড়িচট্টগ্রাম বিভাগখাগড়াছড়ি জেলারামগড় পাহাড়িঞ্চল কৃষি গবেষণার এক কর্মচারীর মরদেহ উদ্ধার 

রামগড় পাহাড়িঞ্চল কৃষি গবেষণার এক কর্মচারীর মরদেহ উদ্ধার 

রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ-

খাগড়াছড়ি জেলাধীন রামগড় উপজেলার পাহাড়িঞ্চল কৃষি গবেষণা আওতায় টাওয়ার টিলা স্থান হতে এক শ্রমিকে মরদেহ উদ্ধার করেছে রামগড় থানা পুলিশ।

আজ ১৩ জুন বৃহস্পতিবার সকাল ৯ঃ০০টার সময় আবু মিয়া( ৫৬) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করে। সুত্রে জানা যায় যে -মৃত আবু মিয়া রামগড় উপজেলার ০১নং রামগড় ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের নুরপুর এলাকার বাসিন্দা ও মৃত আমির হোসেনের ছেলে। মৃত মোঃ আমির হোসেনের দুই ছেলে পাহাড়িঞ্চল কৃষি গবেষণায় দীর্ঘদিন যাবত নিয়মিত শ্রমিক হিসেবে কর্মরত রয়েছে ।মৃত আবু চার ছেলে ও মেয়ের জনক।

আরো জানা যায় যে প্রত্যেক বারের মতো আবু অফিসে হাজিরা দেওয়ার পর নিজের কর্মদিবস শুরু করে। তারিপ্রেক্ষিতে গতকাল বুধবার সকাল ৭ঃ০০টা হাজিরা দেওয়ার পরে টাওয়ার টিলা স্থানে কর্মদিবস শুরু করেন এবং প্রায় সন্ধ্যা ৫ঃ০০টা পর্যন্ত কর্মদিবস শেষ হাওয়ার কথা ছিলো। কিন্তু মৃত আবু দুপুরের পর কর্মরত অবস্থায় নিখোঁজ হন।মৃত আবুর তার নিখোঁজ হওয়ার বিষয়টি ছড়িয়ে পড়লে পাহাড়িঞ্চল কৃষি গবেষণার কর্মকর্তা খোজাখুজি শুরু করে এবং পরবর্তীতে লাশটি মাটিতে পরে থাকা অবস্থায় জঙ্গলে পাওয়া যায় এবং মাথায় আঘাতের চিহ্ন ও পাওয়া যায়।পরে লাশটির বিষয়ে পাহাড়িঞ্চল কৃষি গবেষণার কর্তৃপক্ষ ও স্থানীয়রা পুলিশকে অবিহিত করেন। বিষয়টি শুনার পর রামগড় থানার এসআই মহসিন এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে এবং লাশ রামগড় থানার হেফাজতে নিয়ে যাওয়া হয়।

রামগড় থানার এসআই মহসিন জানা যে মৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।লাশটি ময়নাতদন্তের জন্যে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments