মোঃ জাহানজেব কুদরতী,মোংলা(বাগেরহাট)প্রতিনিধি।
আজ শনিবার ২৫/৫/২০২৪ ইং তারিখে ভোর ৬.৪৫ এর দিকে বাগেরহাট জেলার রামপাল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডিং ভবনের সামনে রামপাল হতে আগত একটি মালবাহী পিকআপের ধাক্কায় শ্রীফালতলা গ্রামের মোঃআলমগীর হোসেনের স্কুল পড়ুয়া কন্যা আফসানা শোভা(৯) নিহত হয়।
এলাকাবাসী সুত্রে জানাযায়- শোভা ভোর বেলায় রাস্তা পার হতে গেলে রামপাল বাস স্ট্যান্ড হতে ছেড়ে আসা পিকআপ দ্রুত গতিতে এসে মেয়েটিকে চাপা দে।স্হানীয় লোকজন দ্রুত এসে মেয়েটিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শোভাকে মৃত্যু ঘোষণা করে।
শোভার এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নামে।
জনতা পিকআপ টিকে হাতে নাতে আটক করে পুলিশের হেফাজতে দিয়েছেন।