প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৮:২২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৫, ৪:২৯ পি.এম
রামপালে পুষ্টি সচেতনতা ও শিখন কার্যক্রম (পুষ্টি ক্যাম্পেইন) ২০২৫, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

খান জিল্লুর রহমান,রামপাল(বাগেরহাট)বিশেষ প্রতিনিধি
বাগেরহাটে রামপালের শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় এর মাঠে, নবলোক পরিষদের আয়োজনে পল্লী কর্মী সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় পুষ্টি সচেতনতা ও শিখন কার্যক্রম (পুষ্টি ক্যাম্পাইন) আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের পুষ্টি ও অপুষ্টি গর্ভবতী মায়েদের, শিশু, যুবক, বৃদ্ধ শ্রেণীর মানুষের খাদ্য পুষ্টি সচেতনতা বিষয়ক বিভিন্ন আলোচনা করা হয়।
২৩ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় র্যালি শেষে প্রধান অতিথি রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী উদ্বোধন করেন ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের ছাত্র-ছাত্রী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ পুষ্টির সচেতনতা ও শিখন কার্যক্রম পুষ্টি (ক্যাম্পেইন) ।
স্বাগত বক্তব্য দেন নবলোক পরিষদের নির্বাহী পরিচালক কাজী রাজিব ইকবাল ও (পিকেএসএফ) প্রতিনিধি পঙ্কজ কুন্ডু, কপিল কুমার পাল।
পুষ্টি বিষয়ক আলোচনা করেন- নাসরিন নাহার বেগম (সহকারী অধ্যাপক খাদ্য ও পুষ্টিবিজ্ঞান), খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজ, ডাক্তার সুকান্ত কুমার পাল (রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স), মোহাম্মদ ফরহাদ আলী (উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রামপাল), এস এ আনোয়ারুল কুদ্দুস (উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রামপাল), মোঃ সেলিম রেজা (অফিসার ইনচার্জ রামপাল থানা), পুষ্টি বিষয়ক বিভিন্ন আলোচনা করেন।
এছাড়াও কবিতা আবৃতি, পট গান, পুষ্টি বিষয়ক নাটক, ছাত্র-ছাত্রীদের মাঝে কুইজ প্রতিযোগিতার আয়োজন হয়। বিকাল ৫ টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, কাজী রাজিব ইকবাল নির্বাহী পরিচালক নবলোক পরিষদ।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত