
নিজস্ব প্রতিনিধি (রামপাল) বাগেরহাটঃ
বাগেরহাট জেলার রামপাল উপজেলার, ১০নং বাঁশতলী ইউনিয়নের বিএনপির চার্জ কমিটির সদস্য, মোঃ সাইফুল ইসলাম সন্ত্রাসীদের হাতে আহাত হয়েছে।
২৮ ফেব্রুয়ারী (শুক্রবার) সকল ৮ ঘটিকায়, গিলাতলা বাজার ব্যাংকের মোড়ে সুশীলের রেষ্টুরেন্টে মোঃ সাইফুল ইসলামের ছোট ছেলেকে নিয়ে নাস্তা করার জন্য গেলে, আওয়ামী লীগে চেয়ারম্যান সোহেলের সন্ত্রাসী বাহিনীর, গোলাম গাজী ও ইমরান বাইদে সহ কামরু, আরিফ, রিজাউল, আসাদুল, আক্রমণ করে আহত করে।
স্থানীয় লোকজন, আহত মোঃ সাইফুল ইসলামকে রক্তাক্ত অবস্থায় রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত মোঃ সাইফুল ইসলাম এর পরিবারজন ও যুব নেতা মোঃ সোহেল তাজ বলেন পূর্বের ষড়যন্ত্রর যের ধরে। ১০ নং বাঁশতলী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ দাড়িয়ে থেকে এ হামলা করিয়েছে।
গত ৫ তারিখও আব্দুল্লাহ নিজে সাইফুলকে মেরে ছিলো, পারিবারিক শত্রুতার বলি হয়েছে সাইফুল। সাংবাদিকদের আরো বলেন রামপাল থানায় অবগত করা হয়েছে, সাইফুল ইসলাম একটু সুস্থ হলে মামলা করা হবে।