প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ১০:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৫, ৯:১১ এ.এম
রামুতে জাতীয় নাগরিক কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত।

মো:জাবেদুল আনোয়ার ,জেলা নিজস্ব প্রতিনিধি কক্সবাজার।
কক্সবাজারের রামুতে জাতীয় নাগরিক কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৮মার্চ) রামু বাইপাস চত্বরে একটি রেস্তোরাঁয় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ন সদস্য সচিব এএসএম সুজাউদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন- সহকারি কমিশনার (ভূমি) সাজ্জাদ জাহিদ রাতুল, জামায়াতে ইসলামীর রামু উপজেলা সেক্রেটারি আবু নাঈম মো. হারুন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মেরাজ আহমেদ মাহিন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কক্সবাজার জেলা সদস্য হাফেজ আবুল মঞ্জুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের রামু উপজেলা সহসভাপতি ইসমাইল রশিদ আনসারী, রামু সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হক, জাতীয় নাগরিক কমিটি কক্সবাজার সদর প্রতিনিধি অধ্যাপক মো. ওমর ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজার জেলা ছাত্র প্রতিনিধি মোহাম্মদ রবিউল হোসেন।
এছাড়া কক্সবাজার জেলা ছাত্রদল নেতা মাহমুদুল হক জনি, রামু উপজেলা শিবিরের সভাপতি নোমান ফারুক সাঈদ, ইসলামী ছাত্র আন্দোলন সভাপতি হাফেজ আতিকুর রহমান, জাতীয়তাবাদী ছাত্রদল রামু উপজেলা যুগ্ন-আহ্বায়ক তানভীর অভিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক প্রতিনিধিদের মধ্যে আমির হোসেন হেলালী, জাফর আলম, মোহাম্মদ নেজাম উদ্দিন, শওকতুল ইসলাম শোয়েব সাঈদ, আনিস নাঈম, আল মাহমুদ ভুট্টো, আব্দুল্লাহসহ রামু উপজেলার জানাক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মনোনীত হওয়ায় এএসএম সুজা উদ্দিনকে সম্মাননা প্রদান করা হয়।
বক্তারা ফ্যাসিবাদবিরোধী সকল দলমতকে একসাথে থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। রামু উপজেলার নাগরিক কমিটির এ ইফতারে সকল দল ও মতের সম্মিলনের ইফতার আয়েজনকে উপস্থিত সকলে ভূয়সী প্রশংসা করেন।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত