
জেলা নিজস্ব প্রতিনিধি কক্সবাজার।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে রামু উপজেলা পরিষদের হিমছড়ি মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ‘বাপা’ রামু উপজেলা শাখার ইফতার মাহফিল ও পরিবেশ প্রাণ প্রকৃতি বাঁচান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ‘বাপা’ রামু উপজেলা শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ আলম।
প্রধান অতিথির বক্তব্যে সহকারি কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ জাহিদ রাতুল বলেন, মাহে রমজান সংযমের মাস। সংযমের যে শিক্ষা আল্লাহপাক আমাদের দিয়েছেন, এটার সাথেও পরিবেশ রক্ষার একটা যোগসূত্র আছে। আমরা যদি ব্যক্তিগত ভাবে এবং সামষ্টিক ভাবে সংযম চর্চা করতে পারি, তাহলে পরিবেশ রক্ষা হয়ে যায়। আমাদের যা প্রয়োজন তার থেকে বেশী আহরণ না করি। লোভেকে সংযত করতে পারি, সংযমটাকে আমরা সঠিক ভাবে চর্চা করতে, তাহলে আপনাআপনিই পরিবেশ আন্দোলনটা সফল হয়ে যাবে।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন, বাপা কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম।
বাপা রামু উপজেলার সাধারণ সম্পাদক মাহবুবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, রামু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুপ্রতীম বড়ুয়া, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ‘বাপা’ কক্সবাজার জেলার সহ-সভাপতি মোহাম্মদ নেজাম উদ্দিন, ইকবাল বাহার চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মীর্জা জসিম উদ্দিন, বাপা রামু উপজেলা সহ-সভাপতি মোহাম্মদ মুজিবুল হক, বাপা জেলা সদস্য কক্সবাজার সিটি কলেজের অধ্যাপক এহসান উদ্দিন, বাপা রামু উপজেলা সদস্য অধ্যাপক নীলোৎপল বড়ুয়া, মেরংলোয়া রাহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপ্যাল মাওলানা মো. নুরুল হাকিম, সাংবাদিক নুরুল ইসলাম সেলিম।
ইফতার মাহফিল আয়োজনে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ‘বাপা’ রামু উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক সায়েদ জুয়েল ও সাংগঠনিক সম্পাদক জাবেদুল আনোয়ার
ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাওলানা মোহাম্মদ তৈয়ব। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, মোহাম্মদ তাহেরুল ইসলাম।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন ‘বাপা’ রামু উপজেলা শাখার ইফতার মাহফিলে বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা প্রসুন বড়ুয়া, বাপা জেলা সদস্য আমান উল্লাহ, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদ শহীদ, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির সভাপতি মো. রুহুল আমীন রকি, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজনিন আকতার মেরি, গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুকুমার বড়ুয়া বুলু, রামু প্রেসক্লাব সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, নাট্য ও সাংস্কৃতিক সংগঠন ‘সমস্বর’ সাধারণ সম্পাদক মিজানুল হক, রামু ফুটবল ট্রেনিং সেন্টারের পরিচালক সুপন বড়ুয়া শিপন, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বাপার সদস্যরা উপস্থিত ছিলেন।