জেলা নিজস্ব প্রতিনিধি কক্সবাজার।
মাত্র সাত মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়ে অনন্য গৌরব অর্জন করেছে রামুর গর্জনিয়া ইউনিয়নের সংবাদকর্মী সরওয়ার জাহানের ছেলে মো: সাজ্জাদ আল হাসান (১১)।
সাজ্জাদ আল হাসান গর্জনিয়ার বড়বিল এমদাদিয়া আজিজুল উলুম হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থী। এখানেই তিনি সাত মাসে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছেন।
মাদ্রাসার শিক্ষক মো: জহির উদ্দিন বলেন, আমাদের মাদ্রাসায় সাজ্জাদ কায়দা থেকে পড়া শুরু করে। শুরুতেই প্রতিদিন চার-পাঁচ পৃষ্ঠা করে সবক প্রদান করত। মাশাআল্লাহ, তার ঐকান্তিক প্রচেষ্টা, একাগ্রতা ও আন্তরিকতা তাকে এত অল্প দিনে হিফজ সম্পন্ন করতে সাহায্য করেছে। আমরা তার সার্বিক উন্নতি কামনা করছি।’
হিফজ শেষ উপলক্ষে গর্জনিয়া বড়বিল এমদাদিয়া আজিজুল উলুম মাদ্রাসায় রবিবার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ডক্টর হারুন আজিজি উপস্থিত থেকে তাঁর শেষ ছবক দেন। এ সময় ডক্টর হারুন আজিজি হিফজ শেষ হওয়া মো. সাজ্জাদ আল হাসানকে পুরুস্কৃত করেন।
সাংবাদকর্মী সরওয়ার জাহান তার প্রথম পুত্র কোরআন হাফেজ হওয়ার পিছনে শিক্ষক হাফেজ জহির উদ্দিনের বিশেষ পরিশ্রমের কথা বলে প্রসংশা করেন।
এতে আরও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ মওলানা রিদুয়ান, মাওলানা আজিজুল হক, মাওলানা মাহবুবুর রহমান, হাফেজ ফারুক আজম, সাংবাদিক মুফিজুুর রহমান, সাজ্জাদের প্রাত্তন শিক্ষক হাফেজ আবদুল্লাহ প্রমূখ।