বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলারামু উপজেলা পরিষদ নির্বাচনে ১০ জনের মনোনয়ন পত্র জমা।

রামু উপজেলা পরিষদ নির্বাচনে ১০ জনের মনোনয়ন পত্র জমা।

মো:জাবেদুল আনোয়ার,জেলা নিজস্ব প্রতিনিধি কক্সবাজার।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার পর্যন্ত কক্সবাজারের রামু উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার বিকালে রামু উপজেলা নির্বাচন অফিসার এস এম মহিউদ্দিন সাংবাদিকদের জানান,উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সর্বমোট ১০ জন প্রার্থী অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগ সভাপতি সোহেল সরওয়ার কাজল, ফতেখাঁরকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, সুপ্রিমকোর্টের এডভোকেট মোহাম্মাদ ইউসুফ মনোনয়ন পত্র দাখিল করেছেন। তাছাড়া ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক নেজাম উদ্দিন,  রামু উপজেলা যুবলীগের সহ সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন, সাবেক এমইউপি মোস্তাক আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মো.আবদুল্লাহ সিকদার, এডভোকেট কায়সার কামাল চৌধুরী শিমুল ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আফসানা জেসমিন পপি, জেলা আওয়ামীলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মুসরাত জাহান মুন্নী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এসময় তিনি সাংবাদিকদের আরও জানান,আগামী ৫ মে সকাল ১১ টায় কক্সবাজার জেলা নির্বাচন অফিসে যাচাই বাচাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। ৬ মে থেকে ৮ মে পর্যন্ত রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে এবং ৯ মে থেকে ১১ মে পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে। তাছাড়া প্রার্থীতা প্রত্যহারের শেষ তারিখ ১২ মে ও ১৩ মে প্রতীক বরাদ্দ, ২৯ মে ইভিএমের মাধ্যমে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments