
মাসুম বিল্লাহ ,রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে প্রথম পর্যায়ে ১৫ জনের মাঝে কাঠের দোকান ঘর, পণ্য ও নগদ অর্থসহ এ পণ্য ও উপকরণ বিতরণ করা হয় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির সহায়ক পণ্য ও উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হাসান শেখ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় এমপি অধ্যাপক ডা: আব্দুল আজিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আল মাজি জিন্নাহ।