
মোঃ শফিকুল ইসলাম,রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, অর্থনৈতিক শক্তি নার্সিং সেবার ভিত্তি” এই প্রতিপাদ্যে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৪ উদযাপন। রবিবার (১২ মে) সকাল১০ টার দিকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে দিবসটি উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দিবসটির তাৎপর্য্য তুলে ধরা হয়।
সভা শেষে কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন, গাইনী কনসালটেন্ট ডাঃ তাজরিয়ান আক্তার, আতিকুজ্জামান (ফরাজি) প্রধান সহকারী, মিসেস রেহেনা বেগম নার্সিং সুপারভাইজার, জরিনা বেগম (এস,এস,এন), ফারজানা ইয়াসমিন (এস,এস,এন), শায়লা পারভীন (এস,এস,এন), আফরোজা বেগম (এস,এস,এন), মিসেস শিল্পী (এস এস এন), গাউসিয়া আক্তার (এস,এস,এন), মমতাজ বেগম (এস,এস,এন), সালমা আক্তার (এস,এস,এন), পারুমা আক্তার- (এস,এস,এন) আবেদা খাতুন (এস,এস,এন) সায়াবা আক্তার (এস,এস,এন), রুনা আক্তার (এস,এস,এন), হাবিবা আক্তার (এস,এস,এন), তাহমিনা আক্তার (এস,এস,এন), রুমা আক্তার (মিড ওয়াইফ), ময়না বেগম (মিড ওয়াইফ), লুৎফুন্নাহার লিজা (মিড ওয়াইফ)।