
মো:নাসিম আকরাম, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)শিক্ষানবিশ প্রতিনিধি:-
ঈশ্বরগঞ্জ উপজেলার, উচাখিলা ইউনিয়নের বৃহত্তর গ্রাম মরিচার চর এর যাতায়াতের একমাত্র প্রধান রাস্তা দীর্ঘ ১২ বছর যাবৎ ভাঙ্গা ও যানচলাচলের অযোগ্য।
এক যুগেরও বেশি সময় মেরামতের জন্য ইট কি দূরের কথা এক কোদাল মাটিও ফেলেনি রাস্তায় বিগত সরকারের দূর্নীতিবাজ প্রশাসন ও ইউপি সদস্যরা।
শুধু নিজেদের আখের গুছিয়েছে।
মরিচার চরের এই প্রধান রাস্তাটি দিয়ে দৈনিক চার হাজারের মতো জনগণ চলাচল করে।
মরিচার চরসহ পাশের তিন গ্রামের লোকজন এই রাস্তা দিয়ে, ঈশ্বরগঞ্জ, নান্দাইল ও কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন শহরে যোগাযোগ রক্ষা করে থাকে।
কিন্তু রাস্তায় এখন যানচলাচল অযোগ্য হওয়ায় মরিচার চরসহ তিন গ্রামের জনগণের মাঝে অস্বস্তি প্রকাশ পেয়েছে।
প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করছে গ্রামের বাসিন্দারা।
যোগাযোগ ব্যাবস্থা সহজতর করার লক্ষ্যে গ্রামের প্রধান রাস্তা মেরামতের জন্য,
মরিচার চরের বাসিন্দারা বছরের পর বছর প্রশাসনের কাছে দাবি জানিয়ে
আসছে ।
তবুও কর্ণপাত করছেনা প্রশাসন ও ইউপি সদস্য।
আবারও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে রাস্তা মেরামত করার জন্য জোর দাবি জানায় গ্রামের বাসীন্দারা।