
রিমল তালুকদার, ঘাটাইল (টাঙ্গাইল) শিক্ষানবিশ প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪-২৫ এর টাঙ্গাইল জেলা চ্যাম্পিয়ন বালিকা (অনূর্ধ্ব ১৭) ও জাতীয় পর্যায়ের রানার্সআপ নলমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি ফুটবলারদের সংবর্ধনা ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) বিকাল ৪ টায় নলমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
নলমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার ইজরাত জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ ঘাটাইল থানা মোঃ রকিবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রাফিউল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ও প্রশাসক সন্ধানপুর ইউনিয়ন পরিষদ মোঃ লিয়াকত আলী।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নলমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, চৈথট্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফি উদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতি ও মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।