রুমা,বান্দরবান,বিশেষ প্রতিনিধি।
শুক্র বার (১২ এপ্রিল) রুমা উপজেলা নির্বাহী অফিসার (রুটিন দায়িত্ব) মোহাম্মদ দিদারুল আলম স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ এপ্রিল যৌথ অভিযান পরিচালনা কালে রুমা উপজেলার পর্যটন এলাকায় যে কোনো ধরনের পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছিল। এ কার্যক্রম স্থগিত করা হলো।
এর আগে নিষেধাজ্ঞার নির্দেশনায় বলা হয়েছিল, যৌথ বাহিনীর অভিযান চলাকালে উপজেলার কোনো হোটেলে রুম ভাড়া দেওয়া যাবে না। পথ প্রদর্শকরাও (গাইড) পর্যটকদের পর্যটন কেন্দ্রে নিয়ে যেতে পারবেন না। চালানো যাবে না পর্যটক বাহী গাড়ি কিংবা নৌযানও।
উল্লেখ্য গত ২ এপ্রিল সশস্ত্র সংগঠন কেএনএফ সদস্যরা সোনালী ব্যাংকে নিয়োজিত পুলিশ ও ব্যারাকে থাকা আনসার সদস্যদের ১৪ টি অস্ত্র ও গুলি লুট করে নিয়ে যায়। ডাকাতির সময় ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে কেএনএফ।
পরদিন (৩ এপ্রিল) দিনে-দুপুরে থানচিতে কৃষি ও সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। লুট করা হয় নগদ অর্থ। এ ঘটনায় রুমা ও থানচি থানায় নয়টি মামলা করা হয়। অভিযানে যৌথবাহিনী বাহিনী এ পর্যন্ত ৫৮ জনকে গ্রেপ্তার করেছে। তাদের কারাগারে পাঠিয়েছেন বিজ্ঞ আদালত।