
সিলেটের জৈন্তাপুর উপজেলার আওয়ামিলীগ নেতা দিলোয়ার হোসেনের বোন রোকেয়া হত্যা মামলার প্রধান আসামি মারুফ আহমদ এখনো গ্রেফতার হয় নি। মামলার অপর দুই আসামি গ্রেফতার হলেও পালাতক রয়েছে প্রধান আসামী।
জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের কাহাইড় গ্রামের ইছরাক আলীর পুত্র মারুফ আহমদ। জানা যায় মারুফ আহমদ জোরপূর্বক ভাবে রোকেয়াকে ধর্ষন করার পর গত ২৪মার্চ ২০১৯ ইং তারিখে রোকেয়াকে গলায় ফাস লাগিয়ে হত্যা করে। এই হত্যাকাণ্ডের পর থেকে সে পালাতক রয়েছে। এই বিষয়ে আওয়ামীলীগ নেতা দিলোয়ার হোসেনের সাথে কথা বললে তিনি জানান এক বছরেও তার বোনের হত্যাকারী মারুফ আহমদকে গ্রেফতার করতে পারে নাই পুলিশ প্রশাসন।
এদিকে আওয়ামিলীগ নেতা দিলোয়ার হোসেন এক বিবৃতিতে ঘোষণা করেন বখাটে মারুফ আহমদকে কেউ ধরিয়ে দিলে নগদ ৫০হাজার টাকা পুরষ্কার দেয়া হবে।