কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় জন্তির কান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মেলনও কুরআন মাহ্ফিলে মোঃআদম আলী বাদশার সভাপতিত্বে উপস্থিত ছিলেন মুফতি মোঃ আমির হামজা,মুফতি মোঃএহসানুল ইবনে মাসুদ,মোঃমোস্তাফিজুর রহমান(মোস্তাক)আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী রৌমারী উপজেলা শাখা,মোঃমোকসেদ মাওলানা,আরও উপস্থিতি ছাত্র শিবিরের বিভিন্ন ইউনিয়ন নেতা কর্মী ও হাজার হাজার ইসলাম প্রেমি তাওহিদি জনতা উক্ত সম্মেলনে বক্তব্য রাখেন আমির মোস্তাফিজুর রহমান মোস্তাক তিনি বলেন ৫আষ্টের আগে এই বাংলাদেশের ৯৬%মুসলিম দেশে আমারা কুরআনের কথা বলতে গিয়ে নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছিলাম ইসলামের কোন কথা বলতে পারিনি সারা বাংলাদেশে আমাদের উপরে বিভিন্ন ধরনের নির্যাতনের মাধ্যমে জেল জুলুম ও হত্যা করেছে বিভিন্ন নেতা কর্মী কে।আওয়ামী লীগ বেভেছিল এই বাংলাদেশ থেকে ইসলাম ও হুজুর দের মুছে ফেলতে চেয়েছিল সৈরাচার শাসক হাসিনা ও তার সহযোগীরা কিন্তু আল্লাহর রহমতে আজ তারাই এদেশ থেকে পালিয়েছে,তারা জানতো না কুরআনের বাণী মুছে ফেলার শক্তি কারো নাই এই দুনিয়াতে,তাই আগামি জাতীয় নির্বাচনে এদেশে কুরআনের আইন অনুযায়ী দেশ পরিচালনার জন্য সবাই ঐক্যবদ্ধ হতে হবে এবং কুরআনের যাঁরা বিরুদ্ধে কথা বলবে তাদের কে প্রতিহত করতে হবে।এদেশ থেকে দুর্নীতি ঘুষ মুক্ত করতে হবে ইনশাআল্লাহ সর্বশেষ নির্বাচনে অংশ হিসেবে জামায়াতে ইসলামী কে ভোট দিয়ে এদেশে কুরআনের আইন অনুযায়ী দেশ পরিচালিত করতে সাহায্য করতে হবে ইনশাআল্লাহ।