
এরশাদ আলী,লংগদু (রাঙ্গামাটি)প্রতিনিধি।
রাঙ্গামাটির লংগদুতে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ মার্চ (বৃহস্পতিবার), লংগদু উপজেলার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত মাসিক আইন শৃঙ্খলা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল বারেক সরকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুনুর রশীদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আনোয়ারা বেগম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মৌজা হেডম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ব্যাবসায়ী সংগঠনের প্রধানগন উপস্থিত থেকে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন।
আইন শৃঙ্খলা সভায় এলাকার সার্বিক পরিস্থিতি স্থিতিশীর রাখা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ইভটিজিং, রমজানে দ্রব্য মূল্য স্থিতিশীল রাখতে মনিটরিং জোরদার সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা করা হয়।