বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগলংগদুতে উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

লংগদুতে উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

তাজ মাহমুদ, লংগদু(রাঙ্গামাটি)নিজস্ব প্রতিনিধি 
২৫ মার্চ, ২০২৫ মঙ্গলবার সকাল ১০ঃ৩০ টায়  ২৫ মার্চঃ গণহত্যা দিবস ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দীন মাহমুদ। তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে গণহত্যা চালিয়ে বাঙালি জাতির ওপর যে নৃশংসতা চালিয়েছিল, তা ইতিহাসের এক কালো অধ্যায়। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে, যেন কেউ কখনও আমাদের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে না পারে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  লংগদু থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা প্রকৌশলী মোঃ শামসুল আলম, হর্টিকালচার অফিসার আসিফ মাহমুদ, উপজেলা শিক্ষা অফিসার এম কে ইমাম উদ্দীন।
এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এখলাস মিয়া খান সহ বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তা, সেনাবাহিনী, বিজিবি, আনসার, বিদ্যুৎ অফিস ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি, সকল ইউনিয়নের চেয়ারম্যান, প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন।
আলোচনা শেষে ২৫ মার্চ গণহত্যায় নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments