মোঃ এরশাদ আলী,লংগদু(রাঙ্গামাটি)প্রতিনিধি।
রাঙ্গামাটির লংগদু উপজেলার ৬নং মাইনীমুখ ইউনিয়নের সোনাই এলাকায় শরিফ মিয়া নামের এক নিজ বসত ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
২৮ মার্চ (বৃহস্পতিবার) রাত ৯ ঘটিকার সময় নিজ বসত ঘরে ঘরের দরজা জানালা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার করেন।
শরিফ মিযা লংগদু উপজেলার ৬নং মাইনীমুখ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সোনাই গ্রামের মৃত দ্বীন ইসলামের ছেলে।
এ ব্যাপারে শরীফের বড় বোন হাসিনা আক্তার জানান, ‘শরীফ মিয়া মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। রাতে ভাইকে ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে রুমের টিনের ফাঁকা দিয়ে দেখি, গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। আশেপাশের লোকজনকে ডাকাডাকি করে এনে অনেক চেষ্টা করে দরজা খুলতে সক্ষম হই, ততক্ষণে সে গলায় ফাঁস দিয়ে মারা যায়’।
সর্বশেষ খবর পেয়ে লংগদু থানার এসআই রাসেল মোল্লার নেতৃত্বে পুলিশের একটি টিম এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে জানা যায়।