
তাজ মাহমুদ, লংগদু (রাঙ্গামটি) নিজস্ব প্রতিনিধি
৭ অক্টোবর, ২০২৪ সকাল ১০ টায় লংগদু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাটি উপজেলার লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কাবাডি ও দাবা এবং উপজেলা পরিষদ পুকুরে সাতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ শওকত আকবরের সভাপতিত্বে উক্ত গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দীন মাহমুদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স অফিসার মোঃ মোবারক হোসাইন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল করিম, করল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, মাইনীমুখ মডেল হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক তাজ মাহমুদ, উত্তর ইয়ারিংছড়ি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক প্রমুখ।
পুরষ্কার বিতরণী পূর্ব এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দীন মাহমুদ বলেন খেলাধুলা একজন ষিক্ষার্থীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। খেলাধুলার মাধ্যমে যেমন একদিকে শরীর সুস্থ থাকে তেমনি মনকে প্রফুল্ল রাখে যা মেধা বিকাশে কার্যকরী ভুমিকা পালন করে। তাই সকল শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে নিজের যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে।
কাবাডী খেলায় বালক গ্রুপে চ্যাম্পিয়ন রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় ও রানার্স আপ বায়তুশশরফ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসা। বালিকা গ্রুপে চ্যাম্পিয়ন লংগদু বালিকা উভভ বিদ্যালয় ও রান্নার্স আপ রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়। দাবায় বড় ও মধ্যম গ্রুপে চ্যাম্পিয়ন সীমান্ত প্রহরী নিন্ম মাধ্যমিক বিদ্যালয়। দাবায় বড় গ্রুপে রানার্স আপ লংগদু সরকারী উচ্চ বিদ্যালয় ও ছোট আপ রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়। বালিকা গ্রুপে মধ্যম চ্যম্পিয়ন রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় ও রান্নার্স আপ লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়। এছাড়াও সাতারে বিভিন্ন ইভেন্টে বিজঅয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যের পর বিভিন্ন ইভেন্টের খেলায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেয়া হয়।