মোঃ এরশাদ আলী, লংগদু (রাঙ্গামাটি)।
রাঙ্গামাটি প্রত্যান্ত অঞ্চল লংগদু উপজেলার মাইনীমূখ ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার উদ্যোগে উপজেলায় দাখিল পরীক্ষায় উত্তীর্ণদের সংর্বধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২২ মে ২০২৪) সকাল ১০.০০ ঘটিকায় মাইনীমূখ ইসলামীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংর্বধনা অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ফেরদৌস আলম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গর্ভনিংবডির সদস্য ও লংগদু প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা জনাব মোঃ এখলাছ মিঞা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার হাফেজ মাওলানা ফোরকান আহম্মেদ। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাইনীমূখ ইসলামীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার প্রভাষক মোঃ রফিকুল ইসলাম, প্রভাষক মোঃ মঈনুল হক, প্রভাষক মাওলানা বেলাল হোসেন, অত্র মাদ্রাসা সাবেক ছাত্র মোঃ হারুনুর রশিদ প্রমূখ।
এসময় দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুল দিয়ে সংর্বধনা প্রদান করেন উপস্থিত অতিথি বৃন্দ। বক্তারা আদর্শ জীবন গঠনে ইসলামী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করেন শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তোলার আহবান জানান।