বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগলংগদুতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সোনালী তালুকদার নামে এক বৃদ্ধার মৃত্যু।

লংগদুতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সোনালী তালুকদার নামে এক বৃদ্ধার মৃত্যু।

মোঃ এরশাদ আলী, লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি।

রাঙ্গামাটি পার্বত্য জেলার দুর্গম লংগদুতে বিদ্যুৎ স্পৃষ্ঠে সোনালী তালুকদার (৫৬) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

২৬ আগস্ট (সোমবার) সকাল ১১ঘটিকায় উপজেলার ১নং আটারকছড়া ইউনিয়নের বামে আটারকছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের মাধ্যমে জানা যায়,  সোনালী তালুকদার বামে আটারকছড়া গ্রামের যুবেশ কান্তি চাকমার স্ত্রী। তিনি সকালে নিজ বাড়িতে ফ্রিজের তারে অসাবধানতাবশতঃ বিদ্যুৎ পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা এসে ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন এবং  ওই বৃদ্ধাকে স্থানীয় ইবনে হাসপাতাল এন্ড  ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসা হলে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আটারকছড়া ইউপি চেয়ারম্যান অজয় চাকমা (মিত্র) জানান, ফ্রিজে দীর্ঘদিন পানি জমে থাকায় অকেজু হয়ে পড়েছে বলে তিনি পানি পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে আহত  হলে এলাকার মানুষ ও আত্মীয় স্বজনরা হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু বরণ  করেন।

বিষয়টি নিশ্চিত করেন লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশিদ।

তিনি বলেন, ‘নিজ ঘরেই বিদ্যুৎ পৃষ্ট হয়ে সোনালী তালুকদার নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। কোনো  অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments